হোম > সারা দেশ > নেত্রকোণা

ভাড়াটেকে অচেতন করে ধর্ষণ, বাড়িওয়ালা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

গ্রেপ্তার আনোয়ার হোসেন। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনায় ভাড়াটে এক গৃহবধূকে (৩৭) ভেষজ ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৪৭) নামের এক বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে আনোয়ারকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী পরিবারের সদস্যদের নিয়ে আনোয়ারের বাসায় ভাড়া থাকেন। আনোয়ার কবিরাজি চিকিৎসা করেন। চিকিৎসার নামে ২৩ মার্চ ওই নারীকে ভেষজ ওষুধ সেবন করান তিনি। একপর্যায়ে ওই নারী অচেতন হয়ে পড়লে তিনি তাঁকে ধর্ষণ করেন। পরে জ্ঞান ফিরলে ওই নারীকে আনোয়ার বিষয়টি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকিসহ ভয় দেখান। এরপর ২৪ ও ২৫ মার্চ তাঁকে আবারও ধর্ষণ করেন আনোয়ার।

গতকাল সকালে বিষয়টি ওই নারী তাঁর স্বামীকে জানান। পরে ওই নারী বাদী হয়ে গতকাল বিকেলে নেত্রকোনা মডেল থানায় অভিযোগ দেন। পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তার করে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ওই নারীর করা মামলায় আনোয়ারকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার