হোম > সারা দেশ > নেত্রকোণা

দোকান থেকে ব্যবসায়ীর গলায় গামছা প্যাঁচানো লাশ উদ্ধার, মুখে আঘাতের চিহ্ন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর বাজারের একটি দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর গলায় গামছা প্যাঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা তাঁকে হত্যা করা হয়েছে। 

আজ রোববার বিকেলে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত মো. রুবেল মিয়া (৪৫) পিঠা বিক্রেতা ছিলেন। তিনি বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত লিল মিয়ার ছেলে। 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রুবেল আদর্শনগর বাজারে একটি টিনের চালা ঘরে পিঠা বিক্রি করতেন। প্রায় দিনই রাতে বাড়িতে চলে যেতেন। কখনো দোকানে রাতে থেকে যেতেন। রোববার সকালে বাজারের লোকজন রুবেলকে তাঁর চালা ঘরে মৃত অবস্থায় দেখতে পান। গলায় গামছা প্যাঁচানো ছিল। মুখে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

ওসি দেলোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু