হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় স্কুলছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় নয়ন মিয়া (১২) নামের এক স্কুলছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মাস্কা ইউনিয়নের পানগাঁও গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

আজ দুপুরে দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিভাবক ও স্বজনদের ধারণা, শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে নয়নকে হত্যা করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন মিয়া গতকাল রোববার সন্ধ্যার পর বাড়ির বাইরে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। আজ সোমবার সকালে গ্রামের মঞ্জু মিয়ার নির্মাণাধীন ভবনের সামনের একটি টিনশেড ঘরের কাছে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

আজ বিকেলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বলেন, ‘ঘটনাটি খুবই নৃশংস। নয়নের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করাও সম্ভব হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী