হোম > সারা দেশ > নেত্রকোণা

নববধূকে তুলে আনা হলো না ব্যবসায়ীর, বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুকুরে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার উপপরিদর্শক সফিউল আলম।

নিহত ব্যক্তির নাম সোহেল মিয়া (২৭)। তিনি খিদিরপুর গ্রামের আবু সিদ্দিকের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, খিদিরপুর গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী সোহেল মিয়া মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির পাশের পুকুরে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ পাম্প চালু করতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরিবারের সদস্যরা জানান, সোহেল কিছুদিন আগেই বিয়ে করেছিলেন। নববধূকে বাড়িতে উঠিয়ে আনার আগেই মৃত্যু হয় তাঁর।

কেন্দুয়া থানার উপপরিদর্শক সফিউল আলম জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা