হোম > সারা দেশ > নেত্রকোণা

কলমাকান্দায় যুবলীগ নেতা আওয়াল হত্যার ঘটনায় মামলা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় যুবলীগ নেতা আব্দুল আওয়াল (৪১) হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার সকালে নিহতের ছোট ভাই মো. রাসেল মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা করেন। 

এতে অজ্ঞাতনামা আসামি করা হয়। আওয়াল উপজেলা সদরের মাছ মহাল এলাকার মৃত কেফায়েত উল্লাহর ছেলে। তিনি কলমাকান্দা উপজেলা যুবলীগের সহসম্পাদক ছিলেন। তাঁর স্ত্রীসহ দুই ছেলে রয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে নিজ বাসা থেকে আব্দুল আওয়ালের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহটির গলায় ডিশের তার জড়ানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। 

মামলার বাদী ও নিহতের ছোট ভাই মো. রাসেল বলেন, আওয়াল দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শুক্রবার তিনি রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় যান। সন্ধ্যায় তাঁর প্রতিবেশী মোবাইল ফোনে জানান, আওয়ালের হাত থেকে রক্ত পড়ছে। তিনি এসে দেখেন নিজ ঘরে খাটের ওপর আওয়ালের গলায় ডিশের তার জড়ানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। 

পরে আজ রোববার সকালে তিনি কলমাকান্দা থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, আজ সকালে নিহত আব্দুল আওয়ালের ছোট ভাই রাসেল মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ নিয়ে পুলিশ কাজ করছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র