হোম > সারা দেশ > নেত্রকোণা

জুয়ার টাকা জোগাড়ে নিজেকে অপহরণের নাটক সাজান তিনি

নেত্রকোনা প্রতিনিধি

তুষার মিয়া। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ শহর থেকে গতকাল শুক্রবার রাতে তুষার মিয়া (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। পরে জানা যায়, জুয়ায় হেরেছেন তুষার। এখন পরিবারের কাছ থেকে টাকা জোগাড় করতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছেন তিনি। আজ শনিবার নেত্রকোনার আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তুষারের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। তিনি উপজেলার খিলা গ্রামের হাদিস মিয়ার ছেলে। তুষারের বাবা হাদিস মিয়া জানান, ১০ মে সকালে বাড়ি থেকে বের হন তুষার। পরে রাতে ফোনে ভিডিও কলে জানান, তাঁকে অপহরণ করা হয়েছে আর মারধর করা হচ্ছে। দ্রুত ৫০ হাজার টাকা না পাঠালে অপহরণকারীরা তাঁকে মেরে ফেলবে। এ সময় ভিডিও কলে শুধু তাঁর পা দেখা যাচ্ছিল, আর মারধরের মতো শব্দ শোনা যাচ্ছিল। হাদিস মিয়া বলেন, ‘আমি গরিব মানুষ। এত টাকা কোথায় পাব এ নিয়ে চিন্তিত হয়ে পড়ি। পরে রাতেই আটপাড়া থানা-পুলিশকে বিষয়টি জানাই। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশ গতকাল শুক্রবার (১৬ মে) ময়মনসিংহ থেকে তুষারকে উদ্ধার করে। পরে জানতে পারি, তুষার জুয়ায় টাকা হেরে নিজেই নিজেকে অপহরণের নাটক সাজায়।’ তিনি আরও বলেন, ‘আমার ছেলে যে জুয়ায় আসক্ত, সেটা জানতাম না। এখন বিষয়টা জানতে পারলাম।’

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘বিষয়টি জানার পর তুষারকে উদ্ধারে কাজ শুরু করি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকার একটি হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। তুষারের মোবাইল ফোনে বিভিন্ন জুয়ার সাইটে লগইন করা পাওয়া গেছে।’ জিজ্ঞাসাবাদে তুষার স্বীকার করেছেন, অনলাইনে জুয়া খেলে টাকা হারিয়েছেন। অপহরণের নাটক সাজিয়ে সেই টাকা পরিবারের কাছ থেকে নিতে চেয়েছিলেন তুষার। পরে রাতেই তাঁকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী