হোম > সারা দেশ > নেত্রকোণা

পরীক্ষার আগে প্রশ্ন দিয়ে ছাত্রীকে কু-প্রস্তাব, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে পরীক্ষার দুই দিন আগে প্রশ্ন দিয়ে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজীনা শাহরীন উপজেলা একাডেমির সুপারভাইজার জোসনা বেগমকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

আজ মঙ্গলবার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজীনা শাহরীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার ভুক্তভোগী ওই ছাত্রীর ভাই অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। 

ইউএনও তানজীনা শাহরীন বলেন, ‘পরীক্ষার দুই দিন আগে প্রশ্ন দিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ায় প্রধান শিক্ষক সুহেল মিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য একাডেমির সুপারভাইজারকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে দুই পক্ষের উপস্থিতিতে শুনানির মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ 

উল্লেখ্য, মদন উপজেলার মাঘান ইউনিয়নের চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমির প্রধান শিক্ষক সুহেল মিয়া এসএসসি নির্বাচনী পরীক্ষার দুই দিন আগে এক ছাত্রীর ইমো নম্বরে প্রশ্নপত্র পাঠানোর অভিযোগ ওঠে। প্রশ্নের বিনিময়ে ওই ছাত্রীকে তিনি কু-প্রস্তাব দেন বলে জানা যায়। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ ব্যাপারে ওই ছাত্রীর বড় ভাই গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ নিয়ে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। মঙ্গলবার ইউএনও তানজিনা শাহরীন অভিযোগটি তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য একাডেমির সুপারভাইজারকে তদন্তের নির্দেশ দেন। 

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী

উদীচী ট্র্যাজেডি দিবসে ৩ মিনিট স্তব্ধ নেত্রকোনা

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড