হোম > সারা দেশ > নেত্রকোণা

আজ মহান মে দিবস

ইট ভাঙলেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য

রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা)

ইট ভেঙে খোয়া তৈরির কাজ করছেন নারী। ছবি: আজকের পত্রিকা

শ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।

বলছিলাম নেত্রকোনার দুর্গাপুরে ইট ভেঙে খোয়া তৈরির কাজ করা শতাধিক নারীর কথা। তাঁরা পৌর শহরের দেশওয়ালী পাড়ায় পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন জায়গায় ১০-১৫ বছর ধরে ইট ভাঙার কাজ করছেন। এই কাজ করতে গিয়ে প্রায়ই হাতুড়ি কিংবা ইটের আঘাত লাগে হাতে বা পায়ে। এরপরও জীবনযুদ্ধে টিকে থাকতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইট ভেঙে প্রতি বস্তা খোয়ায় পারিশ্রমিক পান ১৫ টাকা। একজন নারী প্রতিদিন আয় করতে পারেন ১৫০ থেকে ২০০ টাকা। স্থানীয় বাসিন্দারা এখান থেকে স্বল্প মূল্যে খোয়া কিনে নিয়ে ঢালাইসহ নানা কাজে ব্যবহার করেন।

পৌর শহরের বালিকান্দির ৬৫ বছর বয়সী ফাতেমা বলেন, ‘স্বামী মারা গেছে ১০ বছর আগে। ছেলের মানসিক সমস্যা থাকায় ছেলের বউ-নাতিদের আমাকে খাওয়াতে হয়। বুড়া বয়সে চোখে কম দেখি। তারপরও বাধ্য হয়ে ইট ভাঙার কাজ করছি।’

বুরুঙ্গা গ্রামের জহুরা বেগম বলেন, ‘দুর্ঘটনায় স্বামীর হাত ভেঙে গেছে, কাজ করতে পারে না। আমি ইট ভেঙে স্বামীর ওষুধের খরচসহ সংসার চালাচ্ছি। প্রতিদিন ১৫০-২০০ টাকা ইনকাম করতে পারি। এটা দিয়ে কষ্ট করে চলি।’

একই গ্রামের জাহানারা জানান, তাঁর স্বামী অসুস্থ। ছেলেরা নিজেদের সংসার চালাতেই হিমশিম খান। এ জন্য তিনি ১০ বছর ধরে ইট ভাঙার কাজ করে সংসার চালাচ্ছেন।

চকলেংগুরা গ্রামের আরতি রবিদাস জানান, স্বামীর উপার্জনের টাকায় সংসার চলে না। তাই সন্তানদের লেখাপড়ার খরচসহ অন্যান্য খরচ জোগাতে তিনি দীর্ঘদিন ধরে ইট ভাঙছেন।

ইট ভেঙে খোয়া তৈরির কাজ করছেন নারী। ছবি: আজকের পত্রিকা

এই শ্রমিকদের কল্যাণের বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর আজকের পত্রিকাকে বলেন, নারী শ্রমিকেরা যদি বৈষম্যের শিকার হন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের জন্য সরকারি সহযোগিতা এলে এসব নারীদের মূল্যায়ন করা হবে।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী