হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে পৌরসভার ৯টি কেন্দ্রের ৭৬টি বুথে ইভিএম মেশিনের মাধ্যমে এই ভোট গ্রহণ শুরু হয়। তবে অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ।

এই নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীক নিয়ে আব্দুস ছালাম, ইসলামী আন্দোলন মনোনীত ‘হাতপাখা’ প্রতীক নিয়ে আব্দুল মান্নান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘নারিকেল গাছ’ প্রতীকে শুভেন্দু সরকার।

পৌরসভার মোট ভোটার ২০ হাজার ৭৮১ জন, এদের মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬৬ জন এবং নারী ভোটার ১০ হাজার ৭১৫ জন। নির্বাচনে মোট ৯ জন প্রিসাইডিং, ৭৩ জন সহকারী প্রিসাইডিং ও ১৫২ জন পোলিং অফিসার ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, ‘মেয়র উপনির্বাচনে দুর্গাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রতিটি কেন্দ্রে আনসার ভিডিপি, পুলিশ কর্মকর্তা মাঠে কাজ করছেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলে রয়েছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক