হোম > সারা দেশ > নেত্রকোণা

হত্যার পর মুখ পুড়িয়ে দেন বাইক ছিনিয়ে নিতে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙাপোতা হাওর থেকে গলাকাটা ও মুখমণ্ডল পোড়া অবস্থায় উদ্ধার লাশের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশীপুর-বিশ্বাসপাড়া গ্রামের সাইফুল ইসলাম (৪২)।

এ ঘটনায় গতকাল শুক্রবার প্রধান অভিযুক্ত অন্তর আহমেদ শান্তকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর মিরপুর থেকে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলসহ চালক সাইফুলকে ভাড়ায় নেত্রকোনায় নিয়ে আসেন শান্তসহ দুই যুবক। পরে তাঁরা মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য পরিকল্পনা অনুযায়ী এ হত্যাকাণ্ড ঘটান। গলা কেটে হত্যার পর পরনের কাপড়চোপড় খুলে আগুন ধরিয়ে সাইফুলের মুখমণ্ডল পুড়িয়ে দেয় ছিনতাইকারীরা; যেন ওই ব্যক্তির চেহারা বোঝা না যায়। পুলিশ সাইফুলের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করেছে।

গ্রেপ্তার যুবক অন্তর আহমেদ শান্তর বাড়ি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার সুলতানপুর গ্রামে। তিনি ছালিক মিয়ার ছেলে। গতকাল ভোরে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার সকালে ডিঙাপোঁতা হাওর থেকে সাইফুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা গলা কেটে হত্যার পর পরনের কাপড় খুলে আগুন জ্বালিয়ে তাঁর মুখ পুড়িয়ে দেয়। পরে পিবিআই সদস্যরা আঙুলের ছাপ নিয়ে লাশের পরিচয় শনাক্ত করেন।

পুলিশ জানিয়েছে, শান্তসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যরা ১০ দিন ধরে একটি মোটরসাইকেল ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরে তাঁরা পরিকল্পনা অনুযায়ী ঢাকা থেকে ভাড়ার কথা বলে মোটরসাইকেলসহ সাইফুলকে নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙাপোঁতা হাওরে নিয়ে আসেন। গভীর রাতে হাওরে পৌঁছার পর আগে থেকেই সেখানে থাকা অন্য সঙ্গীদের নিয়ে সাইফুলকে গলা কেটে হত্যা করেন। হত্যার পর পরনের জামাকাপড় খুলে তাতে আগুন লাগিয়ে তাঁর মুখ পুড়িয়ে দেন, যেন পরিচয় শনাক্ত না করা যায়।

মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, প্রধান আসামি শান্তকে গ্রেপ্তার করা হয়েছে।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী