হোম > সারা দেশ > নেত্রকোণা

এবার নেত্রকোনায় ভূমিষ্ঠ ত্রয়ী নবজাতকের নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা শহরের মুক্তারপাড়া সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালে এক প্রসূতি মা একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন। নবজাতক ওই তিন শিশুর নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু। 

গতকাল বৃহস্পতিবার রাতে ওই হাসপাতালের চিকিৎসক ডা. আফরিন সুলতানা সিজারের মাধ্যমে ওই তিন শিশুর প্রসব করান। চিকিৎসক জানিয়েছেন, তিন শিশু ও মা সুস্থ আছেন।  

সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালের ম্যানেজার মো. এনামুল লতিফ জানান, জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের খুরশিমুল দাসপাড়া গ্রামের প্রসূতি রুমেনা আক্তার হাসি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই হাসপাতালে ভর্তি হন। 

রুমেনা আক্তার হাসির স্বামী শেখ সাদী জানান, পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের বাড়ি মোহনগঞ্জ উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের খুরশিমুল দাসপাড়া গ্রামে। তবে স্থায়ীভাবে মোহনগঞ্জ পৌর শহরের নওহাল এলাকায় বসবাস করেন তারা। বৃহস্পতিবার তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে নেত্রকোনা শহরের সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই হাসপাতালে সিজার করা হলে তাদের তিনটি কন্যা সন্তানের জন্ম হয়। তিন শিশু ও মা সুস্থ রয়েছেন। 

হাসপাতালের চিকিৎসক ডা. আফরিন সুলতানা বলেন, ‘তিন নবজাতক শিশু ও তাদের মা সুস্থ রয়েছে। তাদের কোনো সমস্যা নেই। শিশুরা স্বাভাবিকভাবেই মায়ের বুকের দুধ খাচ্ছে। তাদের কারও কোনো সমস্যা নেই।’ 

উল্লেখ্য, যমজ তিন শিশুর এমন নামকরণ এই প্রথম নয়। এর আগে গতকাল বৃহস্পতিবার বরিশাল নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে ডা. মোখলেছুর রহমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারেও যমজ তিন শিশুর জন্ম দেন নুরুন্নাহার বেগম। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার বাদলপাড়ার বাসিন্দা ও ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক বাবু সিকদারের স্ত্রী। তাদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। 

এর আগে গত শুক্রবার (১৭ জুন) নারায়ণগঞ্জ শহরের বালুর মাঠ এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে এক সঙ্গে তিন শিশুর জন্ম দেন বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার ব্যবসায়ী আশরাফুল ইসলাম অপুর স্ত্রী অ্যানি বেগম। পরে হাসপাতালের চিকিৎসক বেনজির হক পান্না শখ করে তিন সন্তানের নাম রাখেন, ‘স্বপ্ন-পদ্মা-সেতু’। 

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে গত সোমবার (২০ জুন) বিকেলে ওই বাড়িতে শুভেচ্ছা বার্তা ও উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুল, ফল ও মিষ্টিসহ নবজাতক তিন শিশু স্বপ্ন-পদ্মা-সেতুকে এক ভরি ওজনের একটি করে সোনার চেইন পৌঁছে দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান প্রোটোকল অফিসার শামীম মুশফিক। 

এই খবর প্রকাশের পর জানা যায়, গত বুধবার (১৫ জুন) রাতে একই এলাকায় একটি বেসরকারি হাসপাতালটিতে লাইজু আক্তার নামে এক নারী একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দেন। স্বপ্ন, পদ্মা ও সেতু নামের যে তিনটি শিশুর জন্ম হয় তারা তাদের পাশের কেবিনেই ছিলেন বলে গণমাধ্যমকে জানান লাইজু। তবে তাঁরা চাননি তিন যমজ সন্তান জন্মের বিষয়টির প্রচার হোক। সন্তানদের নামও রেখেছেন পারিবারিকভাবে। 

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার