হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ভোরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল-সমাবেশ

নেত্রকোনা প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেত্রকোনা আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ছবি ভিডিও থেকে নেওয়া

নেত্রকোনা শহরে ঝটিকা মিছিল ও সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ শুক্রবার ভোরে ছোট বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে এই ঝটিকা মিছিল বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। এতে ৮-১০ জনকে অংশ নিতে দেখা যায়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভাঙচুর হওয়া স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে তাঁরা মিছিল বের করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেত্রকোনা আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ছবি ভিডিও থেকে নেওয়া

ভিডিওতে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায়কে বলতে শোনা যায়, ‘আসছে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে পেয়েছি। শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী শাহনেওয়াজ বলেন, ‘বিভিন্ন মাধ্যমে ভিডিওটি আমরাও দেখেছি। আজ শ্রমিক ইউনিয়নের নির্বাচন থাকায় এদিকে আমরা ব্যস্ত আছি। তবে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। কারা ওই মিছিলে ছিলেন, তাঁদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২