হোম > সারা দেশ > নেত্রকোণা

মৃত নাতনিকে দেখতে যাওয়ার পথে দাদির মৃত্যু 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১০ দিন বয়সী নাতনির মৃত্যু খবর পেয়ে যাওয়ার পথে সালেমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের দুর্গাপুর-কলমাকান্দা আঞ্চলিক সড়কে চন্ডিগড় বাজারে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে তিনি ঘটনাস্থলে নিহত হন।

নিহত সালেমা খাতুন দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে শান্তিপুর গ্রামের মৃত কদ্দুস আলীর স্ত্রী এবং তিনি তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জননী ছিলেন। 

জানা যায়, দুর্গাপুরের পার্শ্ববর্তী উপজেলার কলমাকান্দা উপজেলায় নাজিরপুর ইউনিয়নে রামপুর গ্রামের সালেমা খাতুন তার ভাগনির দিকে ১০ দিন বয়সী নাতনির মৃত্যুর খবর পেয়ে সকালে বাড়ি থেকে যাত্রা করেন। ব্যাটারি চালিত অটো রিকশাযোগে যাত্রাপথে দুর্গাপুর-কলমাকান্দা আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিল অটোরিকশাটি। সকাল ১০টার দিকে ওই সড়কে চন্ডিগড় বাজারে দাঁড়ানো বাসের পাশে খানা-খন্দসহ সড়কে গর্ত ছিল। বাসটির পাশ দিয়ে অতিক্রম করার সময় অটোরিকশাটি গর্তে পড়ে উল্টে যায়। 

এতে সালেমা খাতুন ঘটনাস্থলে নিহত হন এবং বেশ কয়েকজন অটোরিকশার যাত্রী আহত হন। উদ্ধার করে সালেমা খাতুনসহ আহতদের দুর্গাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আহতরা প্রাথমিক চিকিৎসা নেন হাসপাতালে। 

দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম জানান, খবর পেয়ে হাসপাতালে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার