ময়মনসিংহের ভালুকায় মোছা. বিথী আক্তার (১৭) নামে এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার জামিরদিয়া গ্রামের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত বিথী আক্তার নেত্রকোনা সদর উপজেলার খুর্দ গ্রামের মৃত আ. বারেক মিয়ার মেয়ে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, বিথী আক্তার ও তাঁর মা জামিরদিয়া গ্রামে একটি বাসা ভাড়া নিয়ে থাকত। মা-মেয়ে দুজনই একটি ফ্যাক্টরিতে চাকরি করত। বৃহস্পতিবার রাতে বিথীর মা কাজ শেষ করে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখে বিথীকে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ফেলে। এ সময় বিথীকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।