হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, চেয়ারম্যানপুত্রসহ আটক ২ 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে চাঁদাবাজির সময় চেয়ারম্যানপুত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের দুই সহযোগী পালিয়ে যান। আজ রোববার বিকেলে তাঁদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার রাতে উপজেলার হোগলা ইউনিয়নের উকুয়াকান্দা সড়ক থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পূর্বধলার সদর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুলের ছেলে মো. তুষার আহম্মদ (৩৫) এবং দেওটুকুন এলাকার নজরুল তালুকদারের ছেলে বাপ্পা (৩৫)। এ ঘটনায় মাইক্রোবাসের চালক বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গতকাল বিকেলে উপজেলার উকুয়াকান্দা সড়কে একটি মাইক্রোবাসকে দুটি মোটরসাইকেলে পথরোধ করেন চার ব্যক্তি। তাঁরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাসের চালক ও হেলপারকে নামিয়ে নির্জন স্থানে নিয়ে যান। এ সড়ক দিয়ে যেতে হলে তাদের মাসোহারা দিতে হবে বলে তাঁদের পকেটে থাকা পাঁচ হাজার ১৫০ টাকা ছিনিয়ে নেয়। পরে ফোন করে বাড়ি থেকে আরও এক লাখ টাকা আনতে বলে ডিবি পরিচয়ধারীরা। মাইক্রোবাসের হেলপার মো. আনোয়ার হোসেন কৌশলে পুলিশকে এ ঘটনা ফোনে জানান।

ঘটনা জেনে পুলিশ দ্রুত সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তুষার আহম্মেদ ছাড়া বাকিরা পালিয়ে যান। পরে তুষারের দেওয়া তথ্যে রাতেই বাপ্পাকে আটক করে পুলিশ। 

জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া ব্যক্তিদের নাম জানায় তুষার। তাঁরা হলেন পূর্বধলা উপজেলার মহিষবেড় গ্রামের মো. বাচ্চু (৪৫) ও ভিকুনিয়া গ্রামের সাগর আহম্মদ (৩৪)।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে পূর্বধলায় পুলিশের পরিচয়ে ছিনতাই-চাঁদাবাজি করছিল এই চক্রটি। মানুষ তাদের সত্যিকার পুলিশ ভেবে আমাদের নামে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নালিশ করছিল। আমরা এ বিষয়টি নিয়ে বিব্রত ছিলাম। অনেক দিন থেকেই ওই চক্রের সদস্যদের ধরার জন্য চেষ্টা করছিলাম। এবার তাদের হাতেনাতে ধরতে পেরেছি।’ 

ওসি আরও বলেন, ‘তুষার এই কাজে তাঁর সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় করা মামলায় ওই দুজনকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে এ চক্রের পালিয়ে যাওয়া দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’ 

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী