হোম > সারা দেশ > নেত্রকোণা

পূর্বধলায় ভারতফেরত দুইজনের করোনা শনাক্ত, ছয় বাড়ি লকডাউন

প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোনা): প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন রাখা ভারত ফেরত দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে তাদের সংস্পর্শে আসা গ্রামের অন্তত ছয়টি বাড়ি আজ রোববার লকডাউন করে দেওয়া হয়। করোনা আক্রান্ত শনাক্তদের বাড়ি জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বৌলাম গ্রামে।

নেত্রকোনা সিভিল সার্জন মো. সেলিম মিয়া জানান, বৌলাম গ্রামের মো.আবুল কালাম (৫৫) ও তার পুত্রবধূ বিলকিছ বেগম (২২) এক স্বজনের চিকিৎসার জন্য ভারতে যান। সেখানে তাঁদের স্বজন মারা যান। গত ২০ মে বেনাপোল সীমান্ত দিয়ে লাশ নিয়ে তারা দেশে ফেরেন। ওই দিনই তাদের সংস্পর্শে আসা এক স্বজনের নমুনা সংগ্রহ ও জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়। নমুনা পরীক্ষায় আজ ভারত ফেরত দুজনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। তবে তাদের সংস্পর্শে আসা অন্য একজনের নমুনায় করোনা শনাক্ত হয়নি।

সিভিল সার্জন আরও জানান, তাদের শারীরিক অবস্থা ভালো আছে। দুজনকে মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছে। দুজনের জিনোম সিকোয়েন্সের জন্য ঢাকায় আইসিডিডিআরবিতে নমুনা পাঠানো হচ্ছে। এ ছাড়া শনাক্তদের সংস্পর্শে আসা গ্রামের ছয়টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান জানান, সতর্কতাস্বরূপ আক্রান্তদের বাড়ির আশপাশের ছয়টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের সংস্পর্শে আসাদের চিহ্নিত করে নমুনা সংগ্রহ করা হচ্ছে।

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী

উদীচী ট্র্যাজেডি দিবসে ৩ মিনিট স্তব্ধ নেত্রকোনা

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড

নেত্রকোনায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতের আশঙ্কা