হোম > সারা দেশ > নেত্রকোণা

অবৈধভাবে আনা ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৩ 

নেত্রকোনা প্রতিনিধি

অবৈধভাবে আনা ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ। আজ সোমবার ভোরে জেলা শহরের রাজুর বাজার এলাকা থেকে ট্রাক ভর্তি চিনিসহ তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখলা গ্রামের মো. জায়েদ মিয়া (২২) ও একই জেলার সদর উপজেলার পূবাইল ইউনিয়নের হারবাইত গ্রামের বাবু মিয়া (৪৫) এবং নেত্রকোনা সদরের চকপাড়া এলাকার মো. মাসুম (৪০)।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। তিনি বলেন, ‘৫০ কেজির ৪০০ বস্তায় চিনি রয়েছে ২০ হাজার কেজি। জব্দ করা এসব চিনি ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।’

পুলিশ জানায়, গোপন খবরেন ভিত্তিতে আজ সোমবার ভোরে মডেল থানার উপপরিদর্শক (এসআই) যুবরাজ দাসের নেতৃত্ব একদল পুলিশ শহরের রাজুর বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। ট্রাকে চোরাচালানের ৪০০ বস্তা চিনি পাওয়া যায়। পরে ট্রাকে থাকা তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি চিনি ও ট্রাকটি জব্দ করে থানায় নেয় পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

ওসি আবুল কালাম বলেন, ‘পরস্পরের যোগসাজশে অনেকদিন ধরে ভারতীয় চিনি সীমান্ত দিয়ে অবৈধভাবে এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন। চোরাচালান রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র