হোম > সারা দেশ > নেত্রকোণা

অবৈধভাবে আনা ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৩ 

নেত্রকোনা প্রতিনিধি

অবৈধভাবে আনা ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ। আজ সোমবার ভোরে জেলা শহরের রাজুর বাজার এলাকা থেকে ট্রাক ভর্তি চিনিসহ তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখলা গ্রামের মো. জায়েদ মিয়া (২২) ও একই জেলার সদর উপজেলার পূবাইল ইউনিয়নের হারবাইত গ্রামের বাবু মিয়া (৪৫) এবং নেত্রকোনা সদরের চকপাড়া এলাকার মো. মাসুম (৪০)।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। তিনি বলেন, ‘৫০ কেজির ৪০০ বস্তায় চিনি রয়েছে ২০ হাজার কেজি। জব্দ করা এসব চিনি ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।’

পুলিশ জানায়, গোপন খবরেন ভিত্তিতে আজ সোমবার ভোরে মডেল থানার উপপরিদর্শক (এসআই) যুবরাজ দাসের নেতৃত্ব একদল পুলিশ শহরের রাজুর বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। ট্রাকে চোরাচালানের ৪০০ বস্তা চিনি পাওয়া যায়। পরে ট্রাকে থাকা তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি চিনি ও ট্রাকটি জব্দ করে থানায় নেয় পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

ওসি আবুল কালাম বলেন, ‘পরস্পরের যোগসাজশে অনেকদিন ধরে ভারতীয় চিনি সীমান্ত দিয়ে অবৈধভাবে এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন। চোরাচালান রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ।’

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী

উদীচী ট্র্যাজেডি দিবসে ৩ মিনিট স্তব্ধ নেত্রকোনা

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড

নেত্রকোনায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতের আশঙ্কা