হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে লরি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে লরি ও দুই মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে শাহ আলম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক তোফাজ্জল (৪৫) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। 

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ত্রিনালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম একই ইউনিয়নের ফারংপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে।  

স্থানীয়রা জানান, সদর ইউনিয়নের ফারংপাড়া থেকে বালুভর্তি লরি ও তোফাজ্জল তাঁর মোটরসাইকেল নিয়েও দুর্গাপুরের দিকে আসছিলেন। একই রাস্তা দিয়ে দুর্গাপুর থেকে মোটরসাইকেল চালিয়ে ফারংপাড়ায় আসছিল শাহ আলম। পথে ত্রিনালী এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেল বেপরোয়া গতির লরির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। 

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নেয়। সেখানকার চিকিৎসক গুরুতর আহত শাহ আলমকে ময়মনসিংহ মেডিকেলে কলেজ (মমেক) হাসপাতালে পাঠান। সকাল ১০টার দিকে মমেক হাসপাতালে শাহ আলমের মৃত্যু হয়। এ ঘটনার পরপরই স্থানীয়রা ফারংপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে বালুবাহী গাড়ি চলাচলের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, লরিটি জব্দ করে চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক