হোম > সারা দেশ > নেত্রকোণা

ছাত্রলীগ নেতার ঘুষিতে প্রাণ হারালো স্কুলছাত্র

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রোমান তালুকদারের ঘুষিতে দশম শ্রেণির শিক্ষার্থী মো. রেজাউল করিম (টিটু) (১৭) মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

আজ সোমবার উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী পশ্চিম পাড়া গ্রামে বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত রেজাউল উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী পশ্চিম পাড়া গ্রামের মো. আলীর ছেলে। রেজাউল স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 

আর রোমান তালুকদার একই গ্রামের আইব আলী খানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। 

নিহতের চাচা মো. আব্দুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে রোমান কারও সঙ্গে আলাপ আলোচনা না করে হঠাৎ করেই ভেকু নিয়ে এসে জমি থেকে মাটি তুলে রাস্তায় দিতে থাকে।। পরে গ্রামের লোকজন জড়ো হয়ে তাকে মাটি কাটতে নিষেধ করে। তখন রোমান তাদেরকে ভয়ভীতি দেখাতে থাকে এবং তার লোকজনকে ডাকাডাকি শুরু করে। সে সময় এলাকার আরও লোকজন ঘটনাস্থলে চলে আসেন এবং তর্ক শুরু হয়। একপর্যায়ে রোমান রেগে গিয়ে পাশে থাকা রেজাউলকে ঘুষি মারলে সে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিক রেজাউলকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।’

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী

উদীচী ট্র্যাজেডি দিবসে ৩ মিনিট স্তব্ধ নেত্রকোনা

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড