হোম > সারা দেশ > নেত্রকোণা

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনায় ছাত্রদলের অবস্থান কর্মসূচি

নেত্রকোনা প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ছাত্রদলের নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি। আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা সরকারি কলেজে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত নেত্রকোনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে এই অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় সাম্য হত্যায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সহসভাপতি তৌফিক খান মিল্কী, সাখাওয়াত হোসেন হাইয়ুল, শামছুল হুদা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সাঈদ ইমরান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান দোলন, সদস্যসচিব কালাম তালুকদার ও পৌর ছাত্রদলের সদস্যসচিব মোত্তাকিম বিল্লাহ প্রমুখ।

গত মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। পরে বন্ধুরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ছাত্রদলের নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি। আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা সরকারি কলেজে। ছবি: আজকের পত্রিকা

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু