হোম > সারা দেশ > নেত্রকোণা

আটপাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত, আহত মেয়ে

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় তাঁদের ৭ বছরের মেয়ে গুরুতর আহত হয়েছে। বর্তমানে শিশুটি ময়মনসিংহ সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নেত্রকোনা-মদন সড়কের আটপাড়া উপজেলার বাগড়া কৃষ্ণপুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহতেরা হলেন—খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের মৃত লুৎফুর রহমান ছেলে আজহারুল ইসলাম নান্টু (৪৭) এবং তাঁর স্ত্রী নাইসা আক্তার (৩০)। তাঁরা নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, বৃহস্পতিবার সকালে নান্টু তাঁর স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে করে নিজ গ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে মদন থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এ সময় তারা সবাই রাস্তা থেকে ছিটকে পড়ে। 

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নান্টুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নান্টুর স্ত্রী নাইসা আক্তারসহ দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্ত্রী মৃত্যু হয়। 

এ বিষয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার বলেন, ‘দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একজনের মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে রয়েছে এবং তার স্ত্রীর মরদেহ ময়মনসিংহ সদর হাসপাতালে রয়েছে। তাঁদের শিশু সন্তান ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে এখন আশঙ্কামুক্ত। দুর্ঘটনা কবলিত বাসটির সন্ধান করা হচ্ছে।’

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী