হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় বন্যার আশঙ্কায় ধান কাটায় ব্যস্ত কৃষক

প্রতিনিধি

নেত্রকোনা:  অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং আগাম বন্যার আশঙ্কায় নেত্রকোনার হাওড়াঞ্চলে পুরোদমে বোরো ধান কাটা শুরু হয়েছে। গরম হাওয়া ও শিলাবৃষ্টির পরও হয়েছে ধানের বাম্পার ফলন। তবে বৈরী আবহাওয়া হতে পারে এমন বার্তা পেয়েই জেলা প্রশাসন ও কৃষি বিভাগের তত্ত্বাবধানে হাওড়াঞ্চল অপেক্ষাকৃত নিচু জমিতে শতাধিক কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কাটা শুরু করে দিয়েছে।

গতকাল সোমবার থেকে শুরু হওয়া ফসল কাটা এবং ফসল ঘরে তুলতে কৃষক-কৃষাণিরা পার করছেন ব্যস্ত সময়।

নেত্রকোণার মদন ও খালিয়াজুরীর হাওড়াঞ্চলের কৃষকদের ধান কাটা ইতোমধ্যে পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান ও কৃষি বিভাগের কর্মকর্তারা। এসময় জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জানিয়েছেন, ইতোমধ্যে হাওড়াঞ্চল ৭০ শতাংশ ধান কর্তন সম্পন্ন হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক শ্রমিক হাওড়াঞ্চলের ধান কাটছেন। এখন পর্যন্ত পরিস্থিতি অনুকূলে রয়েছে। আর ১০ দিনের মতো সময় পেলে বাকি ধান কাটা সম্পন্ন হয়ে যাবে।

এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদিত হবে।

জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান জানান, মহামারী করোনা সংকটকালে হাওড়াঞ্চলের কৃষকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে ধান কাটেন, তার জন্য হাওর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও শ্রমিক সংকট দূর করতে দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিক আনার উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি, হাওড়াঞ্চলের কৃষকরা নির্বিঘ্নে তাদের পরিশ্রমের ফসল ভালভাবেই ঘরে তুলতে পারবেন।

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু