হোম > সারা দেশ > নেত্রকোণা

গুদাম থেকে ভারতীয় কম্বল ও সিগারেট জব্দ: সেই ছাত্রদল নেতা বহিষ্কার 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এরশাদুর রহমান বিদ্যুৎকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। আজ বুধবার জেলা ছাত্রদলের সহসভাপতি শামছুল হুদা শামীমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর সিদ্ধান্তে এরশাদুর রহমান বিদ্যুৎকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া ছাত্রদলের সর্বস্তরের নেতা–কর্মীকে তাঁর (এরশাদুর রহমান) সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এরশাদুর রহমানের গুদাম ঘর থেকে ১৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকার চোরাচালানের কম্বল ও সিগারেট জব্দ করে যৌথ বাহিনী।

এরশাদুর রহমানের বাড়ি উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সীপুর গ্রামে। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে এরশাদুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় জেলা ছাত্রদল।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিএনপি তথা ছাত্রদলের বার্তা স্পষ্ট, অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। দলের যেকোনো পর্যায়ের নেতাই হোক না কেন, অনিয়ম-দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এটা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ।’

উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কলমাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসূলকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী