হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে হাজং সম্প্রদায়ের দেউলি উৎসব শুরু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে হাজং সম্প্রদায়ের দুই দিনব্যাপী দেউলি উৎসব শুরু হয়েছে। গতকাল শুক্রবার ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির আয়োজনে এই উৎসব শুরু হয়।

‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ স্লোগানকে প্রতিপাদ্য করে কালচারাল একাডেমির হলরুমে প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

পরে আলোচনাসভায় প্রধান অতিথি মো. আবুল মনসুর বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ভাষা ও সংস্কৃতি রক্ষায় বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে। এ কারণে আদিবাসীদের জ্ঞান ও মেধা আরও বিকশিত করার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।

নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত ভৌমিক, উপসচিব  মিজানুর রহমান, নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, গীতিকার হাসান মতিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকবি হাসিবুর রেজা কল্লোল, হাজং লেখক ও গবেষক শরদিন্দু সরকার (স্বপন হাজং) ও সাংবাদিক এস এম রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

দেউলি উৎসবের প্রথম দিন সন্ধ্যায় বিভিন্ন এলাকা থেকে আগত হাজং সম্প্রদায়ের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী