হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে আগুনে পুড়েছে ৮ দোকান

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে আগুনে আটটি দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ডেওটুকোন বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানিরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাজারের ব্যবসায়ীরা জানান, গতকাল সোমবার রাত ১টার দিকে বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। তাতে মাছ মহাল, খাইরুল মিয়ার ওয়ার্কশপ, শফিক মিয়ার ফার্নিচারের দোকান, আব্দুর রাশেদের মনিহারি দোকান, মোতালেব মিয়া, আবু তালেব, আলী উসমান, রফিক মিয়ার চা-স্টল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও বাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান মিয়া বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে তাঁর চারটি দোকানসহ মোট আটটি দোকান পুড়ে গেছে। তাতে অন্তত ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, গত রাতের অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আওতায় আনা হবে।

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার