হোম > সারা দেশ > নেত্রকোণা

পুকুর থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পুকুর থেকে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার সকালে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার পুকুর থকে মরদেহটি উদ্ধার করা হয়।

ট্রাকচালকের নাম আল আমিন (২২)। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদের দিন আল আমিন রাতের খাবার শেষে বাসা থেকে বের হয়। পরে ঢাকা থেকে আসা সহপাঠী শিমুল ও নিজাম উদ্দিনের সঙ্গে আড্ডা দেয়।  আড্ডা শেষে রাত দুইটায় যে যার মতো বাসায় চলে যায়।

 আল আমিনের পরিবারের লোকজন সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখে তাঁর দরজা খুলা। ঘরে গেলে আল আমিনের ছোট ভাই পরিবারকে জানায় রাতে ভাই বাসায় আসেনি। পরে পরিবারসহ স্থানীয়রা খোজাঁখুঁজি শুরু করে।  

একপর্যায়ে স্থানীয়রা পুকুর পাড়ে একটি মোবাইল ও জুতা পড়ে থাকতে দেখে আল আমিনের পরিবারকে খবর দেয়।  পরে তার পরিবার এসে শনাক্ত করে এটি আল আমিনের জুতা ও মোবাইল। এরপর স্থানীয়রা পুকুরে জাল ফেললে উঠে আসে আল আমিনের মরদেহ। পরে থানা পুলিশকে খবর দেয়।  পুলিশ এসে লাশ উদ্ধার করে বিকেলে থানায় নিয়ে আসে। 

এ ব্যাপারে দুর্গাপুর থানার পরিদর্শক তদন্ত এনামুল হক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হবে।  এ ঘটনায়  জিজ্ঞাসাবাদের জন্য আলআমিনের সহপাঠী  শিমুল ও নিজাম উদ্দিনকে থানায় আনা হয়েছে।

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা