হোম > সারা দেশ > নেত্রকোণা

ফুটবল খেলার সময় চেঁচামেচি করতে নিষেধ করায় মধ্যবয়সীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় ফুটবল খেলার সময় চিৎকার-চেঁচামেচি করতে নিষেধ করায় এক মধ্যবয়সী ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কুমারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান ওরফে সুরুজ (৫৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং পেশায় কৃষক ছিলেন। 

নিহত সিদ্দিকুর রহমানের ভাই সাদিকুর রহমান সবুজ জানান, সিদ্দিকুরের বাড়িতে তাঁর অসুস্থ শ্বশুর বেড়াতে গিয়েছিলেন। বাড়ির পাশে কয়েকজন যুবক ফুটবল খেলছিল। খেলার সময় চিৎকার চেঁচামেচি করছিল। এতে সিদ্দিকুরের বৃদ্ধ শ্বশুরের হার্টের সমস্যা হচ্ছে জানিয়ে সিদ্দিকুর ওই যুবকদের শব্দ কম করার জন্য বলেন। 

এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকেরা সিদ্দিকুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে প্রতিবেশী ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার হামিদুর রহমান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়। এখানে নিয়ে আসার পর চেক করে আমরা তাঁকে মৃত পাই।’ 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিদ্দিকুরের লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালানো হচ্ছে।

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড

নেত্রকোনায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতের আশঙ্কা

নেত্রকোনার আটপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে বহু আহত

নেত্রকোনায় আগুনে পুড়ল ২৫ দোকান, আহত ১

নেই কোনো কর্মকর্তা, নেত্রকোনায় পিয়ন দিয়ে চলে শিক্ষা কার্যালয়

বিএনপি ও জামায়াত দুই দলেরই নেতা বেলায়েত

নেত্রকোনায় হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু