নেত্রকোনার কলমাকান্দায় ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা জনশুমারি স্থায়ী কমিটির সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা জনশুমারির স্থায়ী কমিটির সভাপতি ও উপদেষ্টাসহ সকলের কাছে গৃহগণনা-২০২২ এর সার্বিক সহযোগিতার আশা ব্যক্ত করেন, সমন্বয়কারী পুলক কুমার বিশ্বাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা স্থায়ী কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন-উপজেলা জনশুমারি ও গৃহগণনার সমন্বয়কারী পুলক কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল মামুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান, বণিক সমিতির সভাপতি কাজল তালুকদারসহ গণমাধ্যমকর্মীরা।