হোম > সারা দেশ > নেত্রকোণা

সরকারি স্কুলের গাছ কেটে বাড়িতে নিলেন বিএনপি নেতা

নেত্রকোনা প্রতিনিধি

শাহানা আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের কেটে ফেলা রেইনট্রিগাছ। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার আটপাড়া উপজেলায় স্কুলের সরকারি গাছ কেটে নিজের বাড়িতে নেওয়ার অভিযোগ উঠেছে হুমায়ুন কবির নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

গতকাল শনিবার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার শাহানা আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি রেইনট্রিগাছ কেটে বাড়িতে নেন ওই বিএনপি নেতা।

হুমায়ুন কবির উপজেলার বানিয়াজান ইউনিয়ন বিএনপির সভাপতি।

আজ রোববার সরেজমিন দেখা যায়, বিদ্যালয়ের পাশের একটি রেইনট্রিগাছটির কাটা গুঁড়ির অংশ রয়ে গেছে। স্থানীয়রা জানান, উপজেলার বানিয়াজান ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির ওই গাছটি কেটে নিয়ে গেছেন। ঘটনার সময় স্কুল বন্ধ থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ জানতে পারেননি।

স্কুলের প্রধান শিক্ষক ইকবাল বাহার খান বলেন, ‘শনিবার স্কুল বন্ধ থাকায় বিষয়টি আমার জানা ছিল না। পরে সন্ধ্যায় স্থানীয়রা আমাকে জানালে আমি তা সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে অবহিত করি।’

হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

এদিকে বিএনপি নেতা হুমায়ুন কবির গাছ কেটে বাড়ি নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘গাছটির কারণে স্কুলে সমস্যা হচ্ছিল, তাই আমি গাছটি কেটে বাড়িতে নিয়ে এসেছি। এখন বুঝতে পারছি এটা ভুল হয়েছে।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাসুম চৌধুরী বলেন, ‘বিষয়টি আপনার কাছে শুনলাম। খোঁজ নিয়ে দেখছি। যদি কেউ অন্যায় করে থাকে, তার দায় দল নেবে না।’

এ প্রসঙ্গে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। সরকারি সম্পদ কাটা অপরাধ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র