হোম > সারা দেশ > নেত্রকোণা

তিন কৃষক হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ১৭ বছর পর গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

একই পরিবারের তিন কৃষককে হত্যা মামলার ১৭ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. এরশাদ আলীকে (৪৫) নেত্রকোনার দুর্গাপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বারইপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় এ তথ্য নিশ্চিত করেছেন।

এরশাদ আলীর বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চোরের ভিটা গ্রামে।

র‍্যাব জানায়, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ২০০৬ সালের ২২ জানুয়ারি উপজেলার চোরের ভিটা গ্রামের একই পরিবারের তিন সদস্যকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেন এরশাদ ও তাঁর স্বজনেরা। খুনের শিকার তিনজন হলেন হরিদাশ সূত্রধর (৩৮), তাঁর ভাই নিরঞ্জন সূত্রধর (৪০) এবং ভাতিজা বিমল সূত্রধর (২৫)।

এ ঘটনায় পরদিন বিমল সূত্রধরের ভাই শ্যামল সূত্রধর বাদী হয়ে ধোবাউড়া থানায় হত্যা মামলা করেন। ২০১২ সালে আদালত এ মামলার রায় ঘোষণা করেন। মামলায় ১৫ জন আসামির মধ্যে ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়। ঘটনার পর থেকে এরশাদ পলাতক ছিলেন।

কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেত্রকোনার দুর্গাপুর থেকে এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করার জন্য ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক