হোম > সারা দেশ > নেত্রকোণা

হত্যা করে লাশ মাটিচাপায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনায় ঘর থাকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়ার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই রায়ে রাষ্ট্রপক্ষ খুশি।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জেলা সদরের চন্দ্রাবতীখিলা গ্রামের এমদাদ হোসেন (৩৫) ও বিলচুলঙ্গী গ্রামের আবুল হাসেম ওরফে আবুনি (৪৫)। এমদাদকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে মামলার আরেকটি ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আবুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

হত্যার শিকার আব্দুস সোবাহান (৫৪) বিলচুলঙ্গী গ্রামের বাসিন্দা। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ জুলাই রাতে সোবাহানকে মোবাইল ফোনে কল করে ঘর থেকে ডেকে নিয়ে যান আসামিরা। পরে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে গ্রামের পতিত জমি থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় সোবাহানের লাশ উদ্ধার করা হয়। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র