হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি

দুর্গাপুর (নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে দুর্গাপুর থানা–পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার সাব-ইন্সপেক্টর আব্দুল্লাহ আল ফাহাদ।

গ্রেপ্তাররা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবর্নছড়া গ্রামের মৃত রঞ্জিত পদ ঘোষের ছেলে উজ্জল কুমার ঘোষ (৪৩) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর রামপুর গ্রামের মো. বাবুল হাওলাদারের ছেলে মো. সাইফুল ইসলাম বিপু (২৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রোববার ভোরে দুর্গাপুর পৌরশহরের নাজিরপুর মোড় এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় জিরা, বডি লোশন, সাবান, ওলিভওয়েল, স্ক্রিন ক্রিম জব্দ করা হয়। যার মূল্য প্রায় সাত লাখ টাকা। ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ২৫-বি ধারায় তাদের আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে তারা এ ব্যবসা করছেন বলে জানায়। ভারতীয় এসব পণ্য ঢাকার চক বাজারে বিক্রি করা হতো।

দুর্গাপুর থানার ওসি শাহ নুর-এ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল কাভার্ডভ্যানসহ তাদের গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে রোববার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী

উদীচী ট্র্যাজেডি দিবসে ৩ মিনিট স্তব্ধ নেত্রকোনা

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড

নেত্রকোনায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতের আশঙ্কা