নেত্রকোনার দুর্গাপুরের দক্ষিণ ভবানীপুর এলাকার সোমেশ্বরী নদীতে গোসলে নেমে ওয়াজিব হোসেন (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার (২৩ জুলাই) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ হওয়া শিশু উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকার দুংখু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াজিব হোসেনসহ এলাকার চার পাঁচ জন বিকেলে সোমেশ্বরী নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে ওয়াজিব নদীতে ডুব দিলে আর ভাসেনি। ওয়াজিবের সঙ্গে থাকা সহপাঠীরা বিষয়টি তার পরিবারকে জানায়। পরিবারসহ স্থানীয়রা এসে খোজাখুঁজি করে ব্যর্থ হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ওয়াজিব হোসেনের সন্ধান মেলেনি।
এ বিষয়ে দুর্গাপুর ফায়ার স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, অন্ধকার হয়ে যাওয়ার কারণে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি। আগামীকাল ভোর ৬টা থেকে উদ্ধার কাজ শুরু হবে।