হোম > সারা দেশ > নেত্রকোণা

নৌকায় বজ্রপাত: একদিন পর চালকের লাশ উদ্ধার, যাত্রীরা অক্ষত

প্রতিনিধি

খালিয়াজুরী (নেত্রকোণা): বজ্রপাতের আঘাতে ছিটকে নদীতে পড়ে গিয়েছিলেন ইঞ্জিনচালিত নৌকার চালক সুলতান মিয়া (৪২)। গতকাল শুক্রবার বিকালে এ ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অবশেষে আজ শনিবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার হয়েছে।

সুলতান মিয়া উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের রমজান মিয়ার ছেলে ।তিনি নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলায় ইঞ্জিনচালিত নৌকায় যাত্রী পরিবহন করতেন।

গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে নরসিংহপুর নদীর কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর ফেরিঘাটে বজ্রপাতের শিকার হয়েছিলেন সুলতান মিয়া। তিনি কিশোরগঞ্জের ইটনা বাজার থেকে চারজন যাত্রী নিয়ে নেত্রকোণার খালিয়াজুরীর কৃষ্ণপুর বাজারে যাচ্ছিলেন। পথে জাহেরপুর ফেরিঘাটের কাছে বজ্রবৃষ্টির কবলে পড়েন। এসময় বজ্রপাত হলে সুলতান মিয়া ছিটকে নদীতে পড়ে যান। তবে নৌকার চারজন যাত্রীই অক্ষত আছেন।

খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান জানান, নিখোঁজের পর থেকে স্থানীয় লোকজন ও পুলিশ সুলতান মিয়াকে উদ্ধারে চেষ্টা চালায়। গতকাল রাত সোয়া ৯টা পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়ায় বিরূপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা বন্ধ রাখা হয়। পরে আজ সকাল থেকে আবার উদ্ধার তৎপরতা শুরু হয়। বেলা ১১টার দিকে নরসিংহপুর নদীর প্রায় এক কিলোমিটার ভাটিতে উপজেলার নগর ইউনিয়নের উদয়পুর গ্রামের সামনে লাশ পাওয়া যায়। স্থানীয়রা জালের মাধ্যমে মরদেহটি নদীর তলদেশ থেকে তুলে আনেন।

ওসি আরো জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম জানান, বজ্রপাতে নিহত সুলতান মিয়ার পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র