হোম > সারা দেশ > নেত্রকোণা

জুয়ার আসর থেকে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ১৩ 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরীতে জুয়ার আসর থেকে এক আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বেরি মুসলিমপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়। 

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার। 

পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা জুয়ারি চক্রের সদস্য। তাঁরা হলেন–উপজেলার কুতুবপুর গ্রামের মজিবুর রহমান (৩৭), জাকির মিয়া (৩৬), রবিউল আউয়াল (২৭), মিজানুর রহমান (২৫), কৃষ্ণপুর গ্রামের রুহুল আমিন (৩২), রফিকুল ইসলাম (২৮), শরিফ মিয়া (৩৭), সৌরভ মিয়া (২৫), বেরি মুসলিমপুর গ্রামের কাজল মিয়া (৩৫), লাল মিয়া (৪০), মো. বিল্লাল মিয়া (৪০), সেলিম মিয়া (৩৮) ও নাজিরপুর গ্রামের মিঠুন দাস (৩৫)। 

এদের মধ্যে বিল্লাল মিয়া কৃষ্ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও জাকির মিয়া কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। 

পুলিশ জানায়, গতকাল শনিবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে থানার উপসহকারী পরিদর্শক মো. সুলতান আহম্মেদ পুলিশ সদস্যদের নিয়ে বেরী মুসলিমপুর গ্রামে সেলিম মিয়ার বসতঘরে অভিযান চালান। সেখানে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়। তখন জুয়া খেলার সামগ্রী ও নগদ ১১ হাজার ৭৮০ টাকা জব্দ করা হয়। 

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, থানায় জুয়া আইনে মামলা করা হয়। পরে আটকদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী