হোম > সারা দেশ > নেত্রকোণা

খালিয়াজুরীতে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তানবীর মিয়া (১৯) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এতে আরও দুই জেলে গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার ইয়ারাবাজ হাওরে এ ঘটনা ঘটে। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। 

তানবীর মিয়া উপজেলা সদরের গছিখাই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আহতরা হলেন উপজেলার গছিখাই গ্রামের কুতুবউদ্দিন ভূঁইয়ার ছেলে জাহিদুল ইসলাম (২৩) ও পিয়াস (১৮)। বজ্রপাতে হতাহতের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন খালিয়াজুরীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তানবীরসহ তিনজন ইয়ারাবাজ হাওরে নৌকায় করে মাছ ধরতে যান। রাত দেড়টার দিকে বৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে তানবীরসহ তিনজনই গুরুতর আহত হন। আশপাশের জেলেরা দেখতে পেয়ে তাঁদেরকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এরপর স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তানবীরকে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মমেক হাসপাতালে পাঠান হয়। 

ওসি মকবুল হোসেন বলেন, ‘নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর গুরুতর আহত দুজনকে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী