হোম > সারা দেশ > নেত্রকোণা

যৌতুক না পেয়ে বিয়ের আসর ত্যাগ, থানায় অভিযোগের পর বিনা যৌতুকে বিয়ে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় যৌতুকের টাকা না পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে বিয়ের আসর থেকে চলে যান বর হাসেন মিয়া (২৫)। এতে কনের বাবা থানায় অভিযোগ করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে নানা সমালোচনার সৃষ্টি হয়।

সমালোচনার মুখে পড়ে গতকাল শুক্রবার রাতে যৌতুক ছাড়াই বিয়ে করেছেন বর হাসেন মিয়া। তিনি উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের শরীফ মিয়ার ছেলে। আর কনে পাশের রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের বাবুল মিয়ার মেয়ে তানিয়া খাতুন (২০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে হাসেন মিয়ার সঙ্গে তানিয়া খাতুনের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার বিকেলে এ বিয়ে হওয়ার কথা ছিল। সময়মতো বরপক্ষ ৪০ জনকে নিয়ে এসেছিলেন। খাওয়াদাওয়া শেষে বিয়ের কার্যক্রমও শুরু হয়েছিল। এ সময় বিয়ে উপলক্ষে বরের পক্ষ থেকে ৭০ হাজার টাকা যৌতুক চাওয়া হয়। যৌতুকের টাকা দিতে কনের পরিবার অস্বীকার করলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিয়ের আসর থেকে বরপক্ষ বরকে নিয়ে চলে যায়। 

এ ঘটনায় গতকাল দুপুরে কনের বাবা বাবুল মিয়া বাদী হয়ে বর, বরের বাবাসহ এক আত্মীয় নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে জানতে চাইলে বরের মামা সবুজ মিয়া বলেন, ‘বিষয়টি আমাদের দুই পক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝি ছিল। এ নিয়ে শুক্রবার দুপুরে বাড়িতে পুলিশ এসেছিল। পরে আমরা বর ও কনের পক্ষের লোকজনের মধ্যে কথা বলে যৌতুক ছাড়াই এ বিয়ে সম্পন্ন করেছি।’

কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবীর বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে দুই পক্ষের সমঝোতায় শুক্রবার রাতে এ বিয়ে সম্পন্ন হয়েছে।’

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী