হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

নেত্রকোনা প্রতিনিধি

অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুজন। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে এক মাদ্রাসাশিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে দুজনকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়। গত রোববার সন্ধ্যায় ময়মনসিংহের সম্ভুগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত দুজন হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধুপুর গ্রামের নাঈম ইসলাম (২৩) ও ওলিউল্লাহ (৩৫)।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. রিফাতুল হাসান (১৩)। সে মোহনগঞ্জের তেঁতুলিয়া গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে। সে মোহনগঞ্জ শহরের একটি মাদ্রাসার ছাত্র।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, রিফাতুল ১৭ জুন ট্রেনে করে মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ স্টেশনে গিয়ে নামার পর ওই দুজন তাকে অপহরণ করেন। ২০ জুন পরিবারের কাছে ফোন করে জানান, রিফাতুল তাঁদের কাছে রয়েছে এবং ৫ হাজার টাকা ‘খরচ’ দিয়ে সম্ভুগঞ্জ সেতুর কাছ থেকে তাকে নিয়ে যেতে হবে। পরদিন রিফাতুলের মা-বাবা গিয়ে টাকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসেন।

অভিযুক্ত নাঈম ও ওলিউল্লাহ পরে ২৫ জুন মোহনগঞ্জ শহর থেকে পুনরায় রিফাতুলকে অপহরণ করেন। মাদ্রাসায় যাওয়ার পথে তাকে জোর করে মাইক্রোবাসে তুলে অজ্ঞান করে ময়মনসিংহে নিয়ে যান। ওই দিন রাতে রিফাতুলের মাকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে জানায়, তাঁর ছেলেকে ফিরে পেতে হলে ৯ লাখ টাকা দিতে হবে। কয়েক দফা কথা বলার পর ঠিক হয়, ২৯ জুন বিকেলে সম্ভুগঞ্জ সেতুর ওপর টাকা নিয়ে যেতে হবে।

রিফাতুলের মা-বাবা বিষয়টি ময়মনসিংহ র‍্যাবকে জানালে বাহিনীর সদস্যরা কৌশলে দুই অপহরণকারীকে আটক করে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করেন। সেই সঙ্গে অপহৃত রিফাতুলকে উদ্ধার করেন। এ ঘটনায় রিফাতুলের মা শিল্পী আক্তার বাদী হয়ে মোহনগঞ্জ থানায় দুজনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী