হোম > সারা দেশ > নেত্রকোণা

মদন উপজেলা ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

নেত্রকোনা প্রতিনিধি

এস এইচ পিপুল। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুলকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার (৩০ মার্চ) এ কথা জানানো হয়েছে। নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এস এইচ পিপুলকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পাশাপাশি তার সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের মাঝামাঝির দিকে মদন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে তার অফিসে ঢুকে হুমকি ও অসৌজন্যমূলক আচরণ করেন উপজেলা ছাত্রদলের সভাপতি পিপুল। বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবহিত হওয়ার পর তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ। তবে শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় এস এইচ পিপুলকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রথমে এস এইচ পিপুলকে শোকজ করেন। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী