হোম > সারা দেশ > নেত্রকোণা

মদন উপজেলা ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

নেত্রকোনা প্রতিনিধি

এস এইচ পিপুল। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুলকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার (৩০ মার্চ) এ কথা জানানো হয়েছে। নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এস এইচ পিপুলকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পাশাপাশি তার সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের মাঝামাঝির দিকে মদন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে তার অফিসে ঢুকে হুমকি ও অসৌজন্যমূলক আচরণ করেন উপজেলা ছাত্রদলের সভাপতি পিপুল। বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবহিত হওয়ার পর তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ। তবে শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় এস এইচ পিপুলকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রথমে এস এইচ পিপুলকে শোকজ করেন। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে