হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে নদীতে নিখোঁজের এক দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সাঁতরে আত্রাইখালী নদী পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর হোসেন আলী (৬০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চণ্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের আত্রাইখালী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার উপপরিদর্শক আবু রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল সোমবার সকালে ওই নদী সাঁতরে পার হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হন হোসেন আলী। তিনি চণ্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সোমবার সকালে বিলের জমিতে রোপণের জন্য ধানের চারা নিয়ে বের হন হোসেন আলী। মাঝে নদী সাঁতারে পার হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে ঘটনাস্থলের এক কিলোমিটার দূরে নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করেন।

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে