হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে বাল্যবিবাহ, মাদককে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

দুর্গাপুরে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে আগাড় অনির্বাণ শিক্ষানিকেতনের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকেলে বিদ্যালয়টিতে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ লাল কার্ড প্রদর্শনী হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন।

এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

ইউএনও বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই বড় হয়ে একদিন দেশের নেতৃত্ব দেবে। দেশ ও সমাজকে ভালো রাখতে হলে জঙ্গিবাদ, মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ এবং দুর্নীতিকে না বলে সর্বদা লাল কার্ড প্রদর্শন করে যাবে। সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করে শপথ নিতে হবে। নিয়মিত পড়াশোনা করে, নিজকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে, সব সময় সত্য কথা বলবে, মাদক সেবনে না করবে।

অনুষ্ঠানে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ করার শপথ নিয়ে শিক্ষার্থীরা এসব বিষয়কে লাল কার্ড দেখায়।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী