হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় পূর্বধলা রেললাইনের ৪২টি নাট খোলা 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় রেললাইনের স্লিপার থেকে প্রায় ৪২টি নাট (ডগপিন) খুলে গেছে। পুলিশ ও প্রশাসন বলছে, দীর্ঘদিন তদারকি না থাকায় ট্রেনের ঝাঁকিতে ডগপিন খুলেছে। তবে পূর্বধলা স্টেশন কর্তৃপক্ষ ও আনসার ভিডিপি বলছে, নাশকতার উদ্দেশ্যে রাতের আঁধারে কেউ ডগপিনগুলো খুলেছে। 

পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বালুরঘাট এলাকায় রেলওয়ে সেতুর ওপরে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে স্লিপারের প্রায় ৪২টি ডগপিন খোলা দেখেন আনসার সদস্যরা। পরে বিষয়টি উপজেলা প্রশাসন, পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়। 

এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী লোকাল ট্রেনটি পূর্বধলা স্টেশনে আটকা পড়ে। রেললাইনে নতুন ডগপিন বসিয়ে মেরামত করা হলে প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে যায়। 

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, ‘ভোরে আমাদের আনসার সদস্যরা বালুঘাট এলাকায় রেললাইনের স্লিপারের অনেকগুলো ডগপিন খোলা দেখেন। পরে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ গিয়ে রেললাইনে নতুন ডগপিন বসিয়ে মেরামত করে এটি নাশকতার উদ্দেশ্যে কেউ করেছিল। এর আগে লাইনটি এমন ছিল না।’ 

পূর্বধলা স্টেশন মাস্টারের দায়িত্বে থাকা বুকিং সহকারী আব্দুল মোমেন বলেন, ‘রেললাইনটি আগে সম্পূর্ণ ঠিকঠাক ছিল। গতকাল রাতে কেউ নাশকতার উদ্দেশ্যে হয়তো স্লিপারের ৪২টি ডগপিন তুলে ফেলেছে। সকালে খবর পেয়ে গিয়ে ময়মনসিংহ থেকে আসা জারিয়াগামী লোকাল ট্রেনটি পূর্বধলা স্টেশনে থামিয়ে রেললাইন মেরামত করা হয়েছে।’ 

তবে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, রেললাইনের স্লিপারের নিচে থাকা পাটাতনের কাঠগুলো জরাজীর্ণ-ভাঙাচোরা। ট্রেনের ঝাঁকিতে এগুলো দিনে দিনে খুলে পড়েছে। 

ওসি আরও বলেন, ওখানে রেললাইনের এলাকাজুড়ে ৩০০-৪০০ পিন উপড়ে পড়ে গেছে। এসব ডগপিন নাশকতার উদ্দেশ্যে তুললে একাধারে সব কটি তুলে ফেলত। আর গত রাতে ডগপিন তুলে থাকলে পিনের চিহ্ন দেখলেই বোঝা যেত। এগুলো অনেক আগে থেকেই উপড়ে পড়ে গেছে। আনসার সদস্যরা এত দিন হয়তো বিষয়টি দেখেননি। আজ ভোরে নজরে আসায় তাঁরা বিষয়টি জানিয়েছেন। তবে নাশকতার কোনো কিছু ওখানে নেই। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ৩০-৪০টি ডগপিন খোলা পাওয়া গেছে। নাশকতার উদ্দেশ্যে কেউ এসব খুলেছে বলে মনে হয়নি। পুরোনো রেললাইন। পিনগুলো খুলে গেছে হয়তো। বিষয়টি আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়।’

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী