হোম > সারা দেশ > নেত্রকোণা

কলমাকান্দায় আগুনে পুড়েছে ২১ দোকান

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় আগুনে ২১টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার লেঙ্গুরা বাজারে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী লেঙ্গুরা গ্রামের নুরুল হক বলেন, সকাল পৌনে ৮টার দিকে বাজারের মনু মিয়ার মুদির দোকান ও এনামুল হক পাখির কাপড়ের দোকানের মাঝখানে ধোঁয়া বের হতে দেখা যায়। তখন চিৎকার দিলে বাজারের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, রাতে বাজারের দোকানগুলোতে লোকজন থাকে না। সকালে আগুন লেগে ২১টি দোকান পুড়ে যায়। এর মধ্যে বাজারের পাইকারি ব্যবসায়ী মনোয়ার হোসেন মনুর মুদির দোকান, বেলায়েত হোসেন শুভ্র মৃধার মুদির দোকান, এনামুল হক পাখির কাপড়ের দোকান, আজিম উদ্দিনের কাপড়ের দোকান, মো. মাসুদ মিয়ার প্রসাধনী দোকান, দেলোয়ার হোসেনের সুতার দোকান, পরিমল বণিকের স্বর্ণকার দোকানসহ ২১টি দোকান ঘর পুড়ে যায়।

লেঙ্গুরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মিলন মিয়া বলেন, আগুন লেগে মালামালসহ ২১টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তাতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এলে ক্ষতির পরিমাণ অনেক কম হতো।

এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, সকাল ৮টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। ততক্ষণে দুর্গাপর ইউনিটের সদস্যরাও চলে আসে। দ্রুত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কিছু সময়ের মধ্যে ২১টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্তসাপেক্ষে ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র