হোম > সারা দেশ > নেত্রকোণা

মদনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে হিমেল মিয়া (৩০) নামে এক রংমিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক রংমিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শনিবার বিকেলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বেলা ১টার দিকে উপজেলার চানগাঁও ইউনিয়নের রত্নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হিমেল মদন ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে। আর গুরুতর আহত তৌহিদ মিয়া একই ইউনিয়নের পরশখিলা কুমারীকোনা গ্রামের মৃত আক্কেব আলির ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর গ্রামে সাইফুল মিয়ার বাড়ির দ্বিতীয় তলা নতুন ভবনে চারজন রংমিস্ত্রি রঙের কাজ করেন। বাড়ির ছাদের ১৫ ফিট ওপর দিয়ে গেছে পল্লী বিদ্যুতের বিদ্যুতের মেইন লাইন। কাজ করার সময় পল্লী বিদ্যুতের মেইন লাইনে লোহার মই লেগে বিদ্যুৎস্পৃষ্টে এ হতাহতের ঘটনা ঘটে। 

মদন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ফিরোজ হোসেন বলেন, বাড়ির মালিক সাইফুল ইসলাম বিদ্যুৎ অফিসকে না জানিয়ে মেইন লাইনের নিচে বাড়ি করেছে। যা নিয়ম বহির্ভূত। সেই সঙ্গে বিদ্যুৎ অফিসকে না জানিয়ে বিদ্যুৎ চলমান থাকা লাইনের নিচে রং মিস্ত্রি দিয়ে কাজ করিয়েছেন।

ওসি মো. তাওহীদুর রহমান বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী

উদীচী ট্র্যাজেডি দিবসে ৩ মিনিট স্তব্ধ নেত্রকোনা

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড