হোম > সারা দেশ > নেত্রকোণা

চাকরির আবেদনপত্র অফিসে না নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়া উপজেলার বাউসা উচ্চবিদ্যালয়ের চার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে গিয়ে চাকরির আবেদনপত্র জমা দিলে তা প্রধান শিক্ষক নিচ্ছেন না বলে জানান কয়েকজন চাকরিপ্রত্যাশী। এ বিষয়ে প্রতিকার চেয়ে তাঁরা উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

আজ বুধবার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. গফুর অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার এই অভিযোগপত্রটি দেন চাকরি প্রত্যাশীরা। 

চাকরি প্রত্যাশীদের আবেদনপত্র না নেওয়ার অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। প্রধান শিক্ষক মো. এমদাদুল হক বলেন, ‘আবেদন অফিশিয়ালি নেওয়ার বাধ্যবাধকতা নেই।’ তবে, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. গফুর বলেন, ‘আবেদন অফিশিয়ালি নেওয়ায় হলো নিয়ম।’

নিয়োগ সংশ্লিষ্ট লোকজন জানান, বাউসা উচ্চবিদ্যালয়ের জন্য ল্যাব অপারেটর, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে চারজনের নিয়োগ বিজ্ঞপ্তি গত ২৮ মার্চ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও এক হাজার টাকার পোস্টাল অর্ডারসহ প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে বলা হয়। কিন্তু চাকরি প্রত্যাশীরা আবেদনপত্র নিয়ে বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক তা না অফিসে ফেলে রেখে যেতে বলেন। এই ঘটনার প্রতিকার চেয়ে চাকরি প্রত্যাশীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।

পরিচ্ছন্নতাকর্মী পদে চাকরিপ্রত্যাশী মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের মিয়া বলেন, ‘৫ এপ্রিল বিদ্যালয়ে আবেদনপত্র জমা দিতে যাই। কিন্তু প্রধান শিক্ষক আবেদনপত্র জমা নেওয়া কপিতে সই দেবেন না বলে জানান। এ কারণে আবেদনপত্র জমা দিতে ভরসা পাইনি। তাই জমা দিইনি। কিছুক্ষণ পরে দেখলাম অন্য একজনের আবেদনপত্রে তারিখসহ রিসিভ করা হয়েছে। হয়তো পছন্দের কাউকে নিয়োগ দিতেই প্রধান শিক্ষক এমনটা করছেন।’

মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা নিরাপত্তাকর্মী পদের আবেদনকারী নুর মোহাম্মদ ও এনায়েত কবিরের বক্তব্যও মিয়ার মতো। তাঁদের অভিযোগ, ‘এক হাজার টাকার পোস্টাল অর্ডারসহ সব মিলিয়ে একটা আবেদন করতে প্রায় দুই হাজার টাকা খরচ হয়। কিন্তু অফিশিয়ালি সেটা রিসিভ না করলে আমরা কোনো ভরসায় জমা দেব? গরিব বলেই তো ছোট পদে চাকরি করতে চাইছি। এখন টাকা খরচ করেও আমার আবেদন জমা দিতে পারিনি। আমরা এর বিচার চাই।’

আটপাড়া উপজেলার নিরাপত্তাকর্মী পদে আবেদনকারী মনির হোসেন বলেন, ‘প্রথমে আমি আরও কয়েকজনের সঙ্গে আবেদনপত্র জমা দিতে গিয়েছিলাম তখন রিসিভ করেননি। পরে আমি একা গিয়েছি তারপর রিসিভ কপিতে সই করে জমা রেখেছেন। স্থানীয় হিসেবে আমার সঙ্গে কোনো ঝামেলা করেননি।’ 

এ বিষয়ে বাউসা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক বলেন, ‘রিসিভ কপিতে সই করে আবেদনপত্র জমা রাখার বাধ্যবাধকতা নেই। তাই তাঁদের এভাবেই জমা করে রেখে যেতে বলা হয়েছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘রিসিভ করে আবেদনপত্র জমা রাখার বাধ্যবাধকতা নেই। তবে প্রধান শিক্ষক ভালো মানুষ রিসিভ ছাড়া এমনিতে জমা দিলেও কোনো সমস্যা হবে না।’

বিষয়টি অবহিত করা হলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. গফুর বলেন, ‘চাকরিপ্রত্যাশী আবেদন সরাসরি বিদ্যালয়ে জমা দিলে অবশ্যই রিসিভ কপিতে সিল-স্বাক্ষর দিয়ে জমা রাখতে হবে। এটাই নিয়ম। আমি এ বিষয়ে প্রধান শিক্ষককে বলেছি রিসিভ কপিতে সই দিয়ে আবেদনপত্র জমা রাখতে।’

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার