হোম > সারা দেশ > নেত্রকোণা

তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে নির্জন স্থানে বেঁধে টাকা-স্বর্ণালংকার লুট

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে রাতে এক তরুণীকে (২২) রাস্তা থেকে তুলে নিয়ে নির্জন স্থানে বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। 

আজ মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাঘান গ্রামে এ ঘটনা ঘটে। 

ওই তরুণী মাঘান গ্রামের বাসিন্দা। কয়েক মাস ধরে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তবে এ ঘটনায় এলাকায় ‘ধর্ষণের’ গুঞ্জন উঠেছে। যা নিয়ে বিব্রত ওই তরুণী ও তাঁর পরিবার। 

ভুক্তভোগী তরুণী বলেন, ‘শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা থেকে মাঘান বাজারে আসি। বাজার থেকে অটোরিকশা নিয়ে বাড়ির দিকে রওনা হই। পথে রাস্তা আটকে দাঁড়ায় চার যুবক। তারা আমাকে গলায় ছুরি ধরে টেনেহিঁচড়ে একটি খালের পাশে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে আমার দুই হাত পেছনে বেঁধে ফেলে। পরে তারা আমার কানে থাকা ছয় আনা ওজনের দুল ও ব্যাগে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তাদের হাত থেকে কোনোভাবে ছুটে খাল পার হয়ে একটি বাড়িতে গিয়ে উঠি।’ 

তিনি আরও বলেন, ‘ওই বাড়ির লোকজনের মাধ্যমে খবর পেয়ে আমার পরিবারের লোকজন ছুটে আসে। ওই রাতেই থানায় গিয়ে লিখিত অভিযোগ দিই। গ্রামের বাবু ও আমিরুল নামে দুই যুবককে চিনতে পেরেছি।’ 

ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. মোশারফ হোসেন বলেন, ‘রাতে ওই তরুণীকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দিয়ে এসেছি। এ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন উঠেছে। তবে ওই তরুণীর বক্তব্য অনুযায়ীই অভিযোগ দেওয়া হয়েছে।’ 

ওসি রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। মামলা এখনো রেকর্ড হয়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড

নেত্রকোনায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতের আশঙ্কা

নেত্রকোনার আটপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে বহু আহত

নেত্রকোনায় আগুনে পুড়ল ২৫ দোকান, আহত ১

নেই কোনো কর্মকর্তা, নেত্রকোনায় পিয়ন দিয়ে চলে শিক্ষা কার্যালয়

বিএনপি ও জামায়াত দুই দলেরই নেতা বেলায়েত

নেত্রকোনায় হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু