হোম > সারা দেশ > নেত্রকোণা

তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে নির্জন স্থানে বেঁধে টাকা-স্বর্ণালংকার লুট

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে রাতে এক তরুণীকে (২২) রাস্তা থেকে তুলে নিয়ে নির্জন স্থানে বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। 

আজ মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাঘান গ্রামে এ ঘটনা ঘটে। 

ওই তরুণী মাঘান গ্রামের বাসিন্দা। কয়েক মাস ধরে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তবে এ ঘটনায় এলাকায় ‘ধর্ষণের’ গুঞ্জন উঠেছে। যা নিয়ে বিব্রত ওই তরুণী ও তাঁর পরিবার। 

ভুক্তভোগী তরুণী বলেন, ‘শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা থেকে মাঘান বাজারে আসি। বাজার থেকে অটোরিকশা নিয়ে বাড়ির দিকে রওনা হই। পথে রাস্তা আটকে দাঁড়ায় চার যুবক। তারা আমাকে গলায় ছুরি ধরে টেনেহিঁচড়ে একটি খালের পাশে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে আমার দুই হাত পেছনে বেঁধে ফেলে। পরে তারা আমার কানে থাকা ছয় আনা ওজনের দুল ও ব্যাগে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তাদের হাত থেকে কোনোভাবে ছুটে খাল পার হয়ে একটি বাড়িতে গিয়ে উঠি।’ 

তিনি আরও বলেন, ‘ওই বাড়ির লোকজনের মাধ্যমে খবর পেয়ে আমার পরিবারের লোকজন ছুটে আসে। ওই রাতেই থানায় গিয়ে লিখিত অভিযোগ দিই। গ্রামের বাবু ও আমিরুল নামে দুই যুবককে চিনতে পেরেছি।’ 

ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. মোশারফ হোসেন বলেন, ‘রাতে ওই তরুণীকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দিয়ে এসেছি। এ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন উঠেছে। তবে ওই তরুণীর বক্তব্য অনুযায়ীই অভিযোগ দেওয়া হয়েছে।’ 

ওসি রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। মামলা এখনো রেকর্ড হয়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র