হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক গ্রেপ্তার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার মামলায় মো. ইব্রাহিম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের চায়নামোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাতে মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছ। আজ বুধবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।’ 

গ্রেপ্তার মো. ইব্রাহিমের বাড়ি দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামে। 

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, গত সোমবার বিকেলে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন ইব্রাহিম। এ সময় চিৎকার শুনে ছাত্রীর মা পাশের খেত থেকে বাড়িতে এলে ইব্রাহিম পালিয়ে যান। এ ঘটনায় ওই দিন রাতেই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার। পরে পুলিশ অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করে। 

স্কুলছাত্রীর বাবা জানান, তাঁদের বাড়িতে বিভিন্ন সময়ে আসা-যাওয়া করতেন ইব্রাহিম। ঘটনার দিন তাঁর স্ত্রী বাড়ির পাশের খেত থেকে ছাগল আনার জন্য যান। ওই সময় বাড়িতে তাঁর মেয়ে একা ছিল। এই সুযোগে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন ইব্রাহিম।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী