হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক গ্রেপ্তার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার মামলায় মো. ইব্রাহিম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের চায়নামোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাতে মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছ। আজ বুধবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।’ 

গ্রেপ্তার মো. ইব্রাহিমের বাড়ি দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামে। 

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, গত সোমবার বিকেলে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন ইব্রাহিম। এ সময় চিৎকার শুনে ছাত্রীর মা পাশের খেত থেকে বাড়িতে এলে ইব্রাহিম পালিয়ে যান। এ ঘটনায় ওই দিন রাতেই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার। পরে পুলিশ অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করে। 

স্কুলছাত্রীর বাবা জানান, তাঁদের বাড়িতে বিভিন্ন সময়ে আসা-যাওয়া করতেন ইব্রাহিম। ঘটনার দিন তাঁর স্ত্রী বাড়ির পাশের খেত থেকে ছাগল আনার জন্য যান। ওই সময় বাড়িতে তাঁর মেয়ে একা ছিল। এই সুযোগে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন ইব্রাহিম।

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী