হোম > সারা দেশ > নেত্রকোণা

ভারতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করল বিএসএফ

নেত্রকোনা প্রতিনিধি

ভারতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করল বিএসএফ। ছবি: আজকের পত্রিকা

ভারতে নিহত বাংলাদেশি যুবক রেজাউল করিমের (২৭) লাশ নেত্রকোনার বিজয়পুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তর রক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শনিবার নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) বিজয়পুর সীমান্ত দিয়ে জেলা পুলিশের মাধ্যমে লাশটি হস্তান্তর করে বিএসএফ। এ সময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিল।

নেত্রকোনার ৩১ বিজিবির অধিনায়ক কর্নেল এএসএম কামরুজ্জামান বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজাউল করিম শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বিএসএফের বরাত দিয়ে বিজিবি জানায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় ৩১ বিজিবির মুন্সিপাড়া বিওপির ময়মনসিংহের ধোবাউরা উপজেলার দীগলবাঘ এলাকার সীমান্ত দিয়ে সাত বাংলাদেশি নাগরিক ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন।

তখন ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দমদমা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের ধাওয়া দিলে ছয়জন পালাতে সক্ষম হন।

এ সময় রেজাউল করিম কালভার্ট থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করেন। পরে সেখানেই তার মৃত্যু হয়। আজ (শনিবার) বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পরে জেলার দুর্গাপুর থানা–পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে