হোম > সারা দেশ > নেত্রকোণা

ভারতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করল বিএসএফ

নেত্রকোনা প্রতিনিধি

ভারতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করল বিএসএফ। ছবি: আজকের পত্রিকা

ভারতে নিহত বাংলাদেশি যুবক রেজাউল করিমের (২৭) লাশ নেত্রকোনার বিজয়পুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তর রক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শনিবার নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) বিজয়পুর সীমান্ত দিয়ে জেলা পুলিশের মাধ্যমে লাশটি হস্তান্তর করে বিএসএফ। এ সময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিল।

নেত্রকোনার ৩১ বিজিবির অধিনায়ক কর্নেল এএসএম কামরুজ্জামান বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজাউল করিম শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বিএসএফের বরাত দিয়ে বিজিবি জানায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় ৩১ বিজিবির মুন্সিপাড়া বিওপির ময়মনসিংহের ধোবাউরা উপজেলার দীগলবাঘ এলাকার সীমান্ত দিয়ে সাত বাংলাদেশি নাগরিক ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন।

তখন ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দমদমা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের ধাওয়া দিলে ছয়জন পালাতে সক্ষম হন।

এ সময় রেজাউল করিম কালভার্ট থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করেন। পরে সেখানেই তার মৃত্যু হয়। আজ (শনিবার) বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পরে জেলার দুর্গাপুর থানা–পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী