হোম > সারা দেশ > নেত্রকোণা

পূর্বধলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আজ সোমবার সকালে সকাল ৭টার উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মহিষবের নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মহিষবের গ্রামের জাহের উদ্দিনের ছেলে সুরুজ আলী (৬৫) ও গরুয়াকান্দা গ্রামের আ. রাজ্জাকের ছেলে শাহজাহান মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে উপজেলার হামিদপুর এলাকা থেকে একটি অটোরিকশা তিনজন যাত্রী নিয়ে শ্যামগঞ্জ বাজারে আসছিল। এ সময় বিপরীত দিকে থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মহিষবের নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুরুজ আলী নিহত হন এবং অপর তিনজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহজাহান মিয়া মারা যান। আহত আরও দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহের সুরতহাল তৈরি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী