হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চাঁন মিয়া (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের পলাশকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা চাঁন মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মৃত্যুবরণ করেন।

নিহত চাঁন মিয়া দুর্গাপুর পৌর এলাকার বালিকান্দি গ্রামের রশিদের ছেলে।

এ ঘটনায় অটোরিকশাচালক নুরু আলম (৩০) ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন এবং অটোরিকশার এক যাত্রী হলুদ মিয়াকে (৩৫) ময়মনসিংহ থেকে বুধবার রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা দুর্গাপুরের দিকে আসছিল। পথ বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের পলাশকান্দি নামক স্থানে দুর্গাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশায় থাকা দুই যাত্রীসহ চালক গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তিনজনকে ময়মনসিংহ মেডিকেলে পাঠান। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার